রবিউল হাসান সাকীব, বেরোবি প্রতিনিধি: তরুণ লেখক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম মুকুলের ‘মৃত্যুর পাণ্ডুলিপি ‘ উপন্যাসিকার মোড়ক উন্মোচন হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগে মোড়ক উন্মোচিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর ইংরেজি বিভাগের আলী রায়হান সরকার-সহযোগী অধ্যাপক, আসিফ আল মতিন-সহযোগী অধ্যাপক, মৌটুসী রয়-সহকারী অধ্যাপক, মুশরিফুর জিলানী রকি-প্রভাষক।
উপন্যাসিকাটি মূলত আত্মকথন মূলক উপন্যাস প্রচেষ্টা।জীবন যুদ্ধে হেরে যাওয়া গল্পটি মানুষের জীবনে পুরোনো নয়, তারপরও মানুষের জয়ী হওয়ার এক অদম্য ইচ্ছে থাকে। যে ইচ্ছেটাই মানুষকে ভাবাতে শেখায়।এই উপন্যাসিকায় লেখক গল্পকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
লেখক মনিরুল ইসলাম মুকুল বলেন, ‘মৃত্যুর পান্ডুলিপি ‘আমার দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ।যেটি অমর একুশে বইমেলা ২০২১ ঢাকায় ৫০৯ নাম্বার স্টলে পাওয়া যাবে এবং অনলাইম বুকশপ রকমারি ডট কমে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, তরুণ লেখক মনিরুল ইসলাম মুকুল ১৯৯৬ সালের ১০ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতগাঁও গ্রামে জন্মগ্রহন করেন।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গন্ডি পেড়িয়ে লেখক বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করছেন।
তাঁর প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ ‘শান্ত মেঘে লুকিয়ে তুই ‘প্রকাশের পরে ইতোমধ্যে তিনি ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করেন।