ভাবসম্প্রসারণ অর্থ সম্পদের বিনাশ আছে

অর্থ সম্পদের বিনাশ আছে কিন্তু জ্ঞান সম্পদ কখনো বিনষ্ট হয় না –  ভাবসম্প্রসারণ অর্থ সম্পদের বিনাশ আছে

মূলভাব : পৃথিবীতে যে-কোনো কিছু নষ্ট হতে পারে, হারিয়ে যেতে পারে। কিন্ত জ্ঞান চিরন্তন। জ্ঞান বিতরণ করলেও কমে না; বরং বৃদ্ধি পায়

সম্প্রসারিত ভাব : মানুষের বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। অর্থের জন্য মানুষ উদয় অস্ত পরিশ্রম করে চলেছে। অর্থ এমন এক সম্পদ যা দিয়ে আমরা সমাজ জীবনে ব্যক্তির অবস্থান নির্ণয় করে থাকি। কিন্তু এ অর্থসম্পদ কেবল মানুষের বাইরের দিকটাই প্রকাশ করে। অর্থসম্পদ যতই শক্তির অধিকারী হোক, জ্ঞানসম্পদের কাছে তা নিষ্প্রভ। সত্যিকারের জ্ঞানী ব্যক্তি বিত্তশালী লোকের চেয়ে অনেক বেশি শক্তিমান।

বিত্তবানের ধনভান্ডার এক সময়ে নিঃশেষ হয়ে আসে, কিন্তু বিদ্বানের জ্ঞানভান্ডার ক্রমাগত সমৃদ্ধি পেতে থাকে। তাই অর্থসম্পদে নয়, জ্ঞানসম্পদে সমৃদ্ধ ব্যক্তিগণই দেশের ও জাতির প্রকৃত সম্পদ, যার কোনো বিনাশ নেই। এজন্য অর্থসম্পদের মাপকাঠিতে নয়, . জ্ঞানসম্পদের মাপকাঠিতে মানুষের মূল্যায়ন হওয়া উচিত। কারণ অর্জিত অর্থ নিঃশেষিত হয়, কিন্তু অর্জিত জ্ঞান চিরস্থায়ী। এর কোনো বিনাশ নেই। আমাদের মহানবি (স) তাই জ্ঞানীর কলমের কালিকে শহিদের রক্তের চেয়েও পবিত্র বলেছেন। তিনি দোলনা থেকে কবর পর্যন্ত মানুষকে জ্ঞানার্জনের উপদেশ দিয়েছেন।

মন্তব্য : জ্ঞান জগতের শ্রেষ্ঠ সম্পদ। এর বিনাশ নেই। তাই সকলের উচিত প্রকৃত জ্ঞানাহরণের মাধ্যমে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করা ।


স্বদেশপ্রেম বা দেশপ্রেম রচনা

ভাবসম্প্রসারণ অর্থ সম্পদের বিনাশ আছে  / ভাবসম্প্রসারণ অর্থ সম্পদের বিনাশ আছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *