ভাবসম্প্রসারণ একতাই বল
ভাবসম্প্রসারণ একতাই বল , একতাই বল,ভাব-সম্প্রসারণ একতাই বল,একতাই বল গল্প,ভাবসম্প্রসারণ একতাই বল,একতাই বল ভাব সম্প্রসারণ-
ভাবসম্প্রসারণ একতাই বল
মূলভাব : সম্মিলিত প্রচেষ্টায় যে কাজ অল্প সময়ে সম্পন্ন করা যায়, একার পক্ষে সে কাজ অনেক সময়ে সম্পন্ন করা সম্ভব হয় না।
সম্প্রসারিত ভাব : মানুষ একা বাস করতে পারে না। তাকে অন্যের সাহায্য অবশ্যই হাত পেতে নিতে হয়। তাই মানুষকে সামাজিক জীব বলা হয়। মানুষ দলবদ্ধ হয়ে সমাজ বা পরিবার গড়ে তোলে। একতার বলেই মানুষ তার সমাজকে উন্নতির দিকে ক্রমে ক্রমে অগ্রসর হতে সহায়তা করে। যে সমাজে একতার বল যত ধারালো, সে সমাজ ততই উন্নতির শীর্ষে আরোহণ করতে সক্ষম হয়। এই একতার বলেই মুসলমান জাতি এককালে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচিত হয়েছিল। বর্তমানে উন্নত দেশগুলো যেমন জাপান, ইংল্যান্ডের দিকে তাকালে দেখা যাবে, তাদের উন্নতির মূলে রয়েছে একতা। একতা না থাকলে পরিবার বা সমাজের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। একতার বল অসীম। কেননা বিন্দু বিন্দু পানির সমষ্টিতেই বিশাল সমুদ্রের সৃষ্টি।
মন্তব্য : কাজেই যে কোনো কাজে সাফল্য লাভ করতে হলে একতার মাধ্যমেই তা করতে হবে।