খেলাধুলা টুডে:প্রতিপক্ষ যখন ভারত,সিরিজ হারের ক্ষত টা হয়তো একটু বেশিই । প্রতিশোধ নেওয়ার স্পৃহা যেখানে এতটাই দৃঢ়, দর্শক শূন্য গ্যালারি ও সেটি হার মানাতে ব্যর্থ । অজিদের প্রতিনিধি হিসেবে এমন টাই মনে করছেন উসমান খাজা।
অক্টোবরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু হবে ভারতের। এরপর সেখানেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অতপর ডিসেম্বরে অজিদের বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন রবি শাস্ত্রীর শিষ্যরা। কিন্তু করোনার প্রকোপে সেই সিরিজ আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
উল্লেখ্য যে,,২০১৮ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় পর টেস্ট সিরিজ হারে অস্ট্রেলিয়া।
দর্শকবিহীন ভেন্যুতেই ম্যাচ আয়োজন করার সম্ভাবনা টাই বেশি মনে হচ্ছে। এমনটা হলে স্বাগতিকদের সুবিধা হবে বলে মনে করেন খাজা। ভারতের এই সফরে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতেও রাজি তিনি। বরং এতে নিজেদের আরো সুবিধা দেখছেন বাঁহাতি ব্যাটসম্যান।
খাজা মনে করেন,বিশ্বব্যাপী ভারতীয় সমর্থকদের অভাব নেই,তার দেশও সেটির ব্যতিক্রম নয় । এমনকি মেলবোর্ন বা সিডনিতে খেলার সময় বুঝতেই পারেননি, ম্যাচটি ভারতে হচ্ছে না অস্ট্রেলিয়ায়।
এক্ষেত্রে খাজার মতবাদ,দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হলে অস্ট্রেলিয়াই সুবিধা পাবে। ভারতে খেলা হলে ভারতীয় সমর্থন বেশি থাকবে, সেটাই স্বাভাবিক এবং প্রত্যাশিত বটে। কিন্তু নিজের দেশে ও যদি এটার মুখোমুখি হতে হয়,একটু অদ্ভুত লাগা টাই স্বাভাবিক।
যদিও মাঠের পারফরমেন্স ই শেষ কথা,,তবুও মনস্তাত্বিক লড়াই এ এগিয়ে থাকা টা হয়তো অজিদের টিম স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে । তাই নিজের দেশেই দর্শকদের উত্তেজনার মুখোমুখি হতে কে বা চাইবে। খাজা হয়তো সেটারই ইঙ্গিত দিয়ে গেলেন ।