ভাষা শহীদদের প্রতি বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

বশেমুরবিপ্রবি টুডে


ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস)।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বশেমুরবিপ্রবিসাসের সভাপতি শামস্ জেবিন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে সমিতির অন্যান্য সদস্যরা ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।

সাংবাদিক সমিতির সভাপতি শামস্ জেবিন বলেন, “একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগনের গৌরবজ্জ্বল একটি দিন। এটি আমাদের কাছে ঐতিহ্যময় শহীদ দিবস ।তাই সাংবাদিক সমিতি যথাযথ মর্যাদায় দিনটি পালন করে।”

এর আগে বশেমুরবিপ্রবির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহজাহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরবদিন ২১শে ফেব্রুয়ারি সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের জয় চত্বর থেকে প্রভাত ফেরীর আয়োজন করা হয়। বাদ জুম্মা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদালয়ের সিনিয়র ইমাম আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানসমূহে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top