ভিপি নুরকে ‘কোপানোর হুমকি’

ক্যাম্পাস টুডে ডেস্কঃ একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে মুঠোফোনে কোপানোর হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) রাতে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে নুরুল হক নুর জানান, ওই নম্বর থেকে ‘যেখানে পাবে কোপাবে বলে আমাকে হুমকি দিয়েছে।’

নুরুল হক নুর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এই ফোনকল ফাঁস করে অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্র কি কোন ব্যবস্থা নিবে?’

গত মঙ্গলবার থেকে বিভিন্ন গণমাধ্যমে নুরুল হকের সঙ্গে মুঠোফোনে দুজন ব্যক্তির কথোপকথনের অডিও প্রচারিত হয়। এরপর তার পদত্যাগের দাবি করে গত বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডাকসু ভবনে তার কক্ষে তালা ঝুলিয়ে দেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা।

Scroll to Top