ভৌগলিক উপনাম দেশ ও স্থান – এখান থেকে বিসিএস সহ নানা সরকারি ও বিসশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে বলা চলে। ভৌগলিক উপনাম দেশ ও স্থান বিষয় বেশ গুরুত্বপূর্ণ।
নীরব খনির দেশ — বাংলাদেশ।
বজ্রপাতের দেশ — ভুটান।
সূর্যোদয়ের দেশ — জাপান।
নিষিদ্ধ দেশ — তিব্বত।
শান্ত দেশ — কোরিয়া।
সাদা হাতির দেশ — থাইল্যান্ড।
সোনালী প্যাডোডার দেশ — মিয়ানমার।
ধীবরের দেশ — নরওয়ে।
হাজার হ্রদের দেশ — ফিনল্যান্ড।
নীল নদের দেশ — মিসর।
পিরামিডের দেশ — মিসর।
মরুভুমির দেশ — আফ্রিকা।
চীর সবুজের দেশ — নাটাল (দ: অাফ্রিকা)।
লিলি ফুলের দেশ — কানাডা।
ক্যাঙ্গারুর দেশ — অস্ট্রেলিয়া।
পশমের দেশ — অস্ট্রেলিয়া।
মেডিটেরিয়ানের দেশ — জিব্রাল্টার।
সিল্ক রুটের দেশ — ইরান।
মার্বেলের দেশ — ইতালি।
পঞ্চম ড্রাগনের দেশ — তাইওয়ান।
বহ্মদেশ — মিয়ানমার।
রিকশার শহর — ঢাকা ।
রাজপ্রাসাদের শহর — কতকাতা।
সাত পাহাড়ের শহর — রোম, ইতালি।
চির শান্তির শহর — রোম, ইতালি।
পোপের শহর — ভ্যাটিক্যান সিটি।
উদ্যানের শহর — শিকাগো।
বাতাশের শহর — শিকাগো।
সোনালী তোরণের শহর — সানফ্রান্সসকো।
ফুলগাছের শহর — হারারে।
ট্যাক্সির নাগরী — মেক্সিকো।
নিমজ্জমান নগরী — হেগ।
রাতের নগরী — কায়রো।
রজত/রৌপ্যের নগরী — আলজিয়ার্স।
স্বর্ণের নগরী — জোহানেসবার্গ।
জাকজমকের নগরী — নিউইয়র্ক।
চির বসন্তের নগরী — কিটো, ইকুয়েডর।
পৃথিবীর গুদামঘর — মেক্সিকো।
পৃথিবীর সুন্দর দ্বীপ — ট্রিস্টিয়ান ডি কানা।
পৃথিবীর ব-দ্বীপ — বাংলাদেশ।
পৃথিবীর রাজধানী — নিউইয়র্ক।