মাকে বাঁচাতে হাবিপ্রবি শিক্ষার্থীর মানবিক সাহায্যের আবেদন

হাবিপ্রবি প্রতিনিধি


ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত মাকে বাঁচাতে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সানজিদা ইসলাম সায়মা।

তার বন্ধু গোলাম সরোয়ার ফরহাদ জানান, সানজিদা ইসলাম সায়মা আমাদের ১৪তম ব্যাচের এগ্রিকালচার এ-সেকশনে ছিলো। সে গতকাল আমাকে জানিয়েছে গতমাসের প্রথম দিকে হঠাৎ করে তার মায়ের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। জরুরি ভিত্তিতে অপারেশন করর জন্য ডাক্তাররা পরামর্শ দিয়েছেন । চিকিৎসকের পরামর্শে অপারেশনের জন্য প্রায় ৪/৫ লাখ টাকা প্রয়োজন। যা সায়মার পরিবারের জন্য বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ।

এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় পরিবারসহ সমাজের বিত্তবানদের সহযোগিতার আবেদন জানিয়েছেন সায়মার পরিবার।

সাহায্য পাঠাতে পারেন
017732249449 -রকেট (সায়মার বন্ধু)
01746966110 -বিকাশ( সায়মার বাবা)।

Scroll to Top