বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অবৈধ মাদকদ্রব্যসহ র্যাবের হাতে আটক ও মামলা হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
ওই দুই কর্মচারী হলেন, রসায়ন বিভাগে কর্মরত ল্যাব এ্যাটেনডেন্ট (মেডিকেল এ্যাসিসটেন্ট পদের বিপরীতে) মোঃ আহাদ আলী এবং অর্থ ও হিসাব দপ্তরের অডিট সেল-এ কর্মরত এমএলএসএস মোঃ পারভেজ।
সাময়িক বরখাস্তের বিষয়টি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে নিশ্চিত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও-এর নির্দেশে রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডব্লিউসি, পিএসসি (অব.) স্বাক্ষরিত পৃথক চিঠিতে বৃহস্পতিবার (২৯অক্টোবর) এই দুজনের সাময়িক বরখাস্ত আদেশ জারি করেন।