মানববন্ধন করতে নিষেধ করায় চবি শিক্ষার্থীদের মশাল মিছিল

চবি প্রতিনিধি


পাহাড়ি ছাত্র পরিষদের(পিসিপি) পূর্বঘোষিত মানববন্ধন করতে না দেয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এতে সংহতি জানায় প্রগতিশীল বাম সংগঠনগুলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,গত মঙ্গলবার(৯ফেব্রুয়ারি) চিম্বুক পাহাড়ে ম্রো জনগোষ্ঠীর ভূমি দখলপূর্বক পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে বুধবার(১০ফেব্রুয়ারি) পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মানববনন্ধনের অনুমতি চায়।কিন্তু দুপুরে অনুমতি প্রদানের পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতে মানববন্ধন করতে নিষেধ করে।

এরই প্রতিবাদে বৃহস্পতিবার(১১ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সাধারণ শিক্ষার্থীরা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ একত্রিত মশাল মিছিল করে।

নাম প্রকাশে অনিচ্ছুক চবির অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী বলেন, ”পিসিপিকে মানববন্ধন করতে না দেয়া শুধু পিসিপি’র ইস্যু নয়, এটি ক্যাম্পাসের গণতান্ত্রিক ও সাংবিধানিক চর্চার উপর একটি আঘাত। আমরা এর প্রতিবাদ জানাই এবং চিম্বুক পাহাড়ের ম্রো জনগোষ্ঠীর সাথে সংহতি জানাই।’’

পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি আশুতোষ চাকমা বলেন, “ম্রো জনগোষ্ঠীর প্রতি এই অন্যায় এর প্রতিবাদ আমরা জানাই। ম্রো জনগোষ্ঠীর ভূমি দখলপূর্বক পাঁচ তারকা হোটেল নির্মাণ বন্ধ করতে হবে।একই সাথে তাদের বৈশিষ্ট্য সংরক্ষণ করার জন্য জোর দাবি জানাচ্ছি।’’

এ বিষয়ে চবি প্রক্টর রবিউল হাসান ভুইঁয়া বলেন, “শিক্ষার্থীদের আমি মানববন্ধন না করার বিষয়টি বুঝিয়ে বলেছি।তারা প্রথমে মেনে নিলেও হঠাৎ করে আজ সন্ধ্যায় মশাল মিছিল করাটা বোধগম্য নয়।করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বাইরের কোন ইস্যু নিয়ে মানববন্ধন আমরা করতে দিচ্ছি না।পূর্বানুমতি ছাড়া আজকের এই মশাল মিছিলের জন্য তাদের রবিবার ডাকানো হবে।’’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment