কোলাহলে মুখরিত থাকো
হরেক রঙের মানুষে
কেউ আসে না নিজে থেকে
যদি না পরে অসুখে।
কলাপাতা-সাদা ড্রেসে
আসে ওরা আসে,
সাদা গাউন পরে,
কাধে স্ট্রেটিস্কোপ ঝুলিয়ে।
ওরা আসে ওরা আসে
সরকারি বেতন ভুক্ত বলে যাচে।
দেখার নামে পেট টিপে
চোখ চাড়িয়ে দেখে
সামান্য কিছুতেও কত
পরীক্ষা দেয় লিখে।
মধ্যবিত্ত-ধনী গরীব
ছুট দেয় তারা ল্যাবে,
কোম্পানির লোক থাকে
দাঁড়িয়ে ঔষুধের হিসেবে।
দালালেরা ব্যাবসা করে
কাউন্টারে-কাউন্টারে,
সিরিয়াল ঢেলে সামনে দেয়
পকেটে টাকা ভরে।
তাদের কাছে রোগী পন্য
নিতে হবে লুটেপুটে,
জমি যাক গরু যাক
আজরাইল যেন না আসে।
কেউ ফেরে সুস্থ হয়ে,
কেউ আবার লাশ,
কেউ বা ফেরে ডাবল হয়ে
কেউ বা থাকে মাসের পর মাস।
মো. সোয়াদুজ্জামান সোয়াদ, শিক্ষার্থী, এগ্রীকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর।