মানুষের দুর্ভোগ কমাতে ভাঙা রাস্তা সংস্কার করলেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত

ঢাবি প্রতিনিধি


ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে রাস্তা সংস্কার করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।

রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও স্থানীয় নেতাকর্মীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ভোক্তভোগীরা তাদের প্রশংসা করেন।

এর আগে শুক্রবার (১০ জুলাই) বিকাল থেকে কাজ শুরু করে রবিবার (১২ জুলাই) পর্যন্ত বৃষ্টিতে ভিজেই ছাত্রলীগের নেতাকর্মীরা এলাকাবাসীর দুর্ভোগ কমাতে মেরামত কার্যক্রম অব্যাহত রাখেন।

গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ রেলওয়ে এলাকার রাস্তার দুর্ভোগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার হলে মানুষের দুর্ভোগ ও ভাঙা রাস্তা মেরামত করতে তাৎক্ষণিক উদ্যোগ নেয়া হয়। খবর পেয়ে স্থানীয় অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে মেরামত কাজে অংশ নেন।

উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জের সন্তান মো. মারিয়াম জামান খান সোহানের ফেসবুকে এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন স্থানীয় এক ছাত্রলীগ নেতা। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের ভিপি।

তিনি বলেন, ছোট ভাইদের ফেসবুক স্ট্যাটাসে স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি চোখে পড়লে ঘটনাস্থলে ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস উপস্থিত হলে সেখানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মোফাজ্জল হোসেন খানও হাজির হন।

পরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে রাস্তার সংস্কার কাজ শুরু করলে স্থানীয় সাধারণ মানুষসহ প্রায় অর্ধশতাধিক মানুষজন নিয়ে কাজ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।

মারিয়াম জামান খান সোহান বলেন, রাস্তা মেরামত শেষ করতে আরও দুই-তিনদিন সময় লাগবে। রাস্তায় বালি, ইটের খোয়া, পাথর ফেলা হচ্ছে। এরপর রোলার দিয়ে যানবাহন ও মানুষের চলাচলের উপযোগী করে তোলা হবে।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, আজকের ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ। ওরা আর্তমানবতার সেবায় নিবেদিত, আমি আজ ছাত্রলীগের এমন কাজে গর্বিত।

তিনি আরও বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা লুঙ্গি পড়ে কোমর বেঁধে রাস্তা মেরামতের কাজ করছেন। ওদের কাজ দেখে এলাকাবাসীও এগিয়ে আসছেন। এলাকাবাসীও তাদের কাজের ভুয়সী প্রশংসা করেছেন।

মইলাকান্দা গ্রামের ভুক্তভোগীরা জানান, ভাঙা রাস্তাটি মেরামত হলে শতাধিক পরিবার জলাবদ্ধতা থেকে রক্ষা পাবেন। হাজার হাজার এলাকাবাসী ও যানবাহন চলাচলে দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

রাস্তা সংস্কারের এমন জনসেবা মূলক কাজে ছাত্রলীগের সহযোগিতায় এগিয়ে আসেন মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ, ইউপি সদস্য মো. ফারুক হোসেন, গৌরীপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার, সাবেক সহ-সভাপতি রানা সাহা, মাস্টারদা সূর্যসেন হলের ভিপি মারিয়াম জামান খান সোহান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-মানব বিষয়ক সম্পাদক মোস্তাকিন খান আলিফ, সহ-সম্পাদক শেখ আবদুল মোহাইমিন তনয়, জগন্নাথ হল ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক কুমার তনয়সহ স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *