মাভাবিপ্রবি টুডে: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ই.এস.আর.এম) বিভাগের অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক।
বুধবার সকালে নতুন প্রক্টরের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চত করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আলাউদ্দিন।
মাভাবিপ্রবির নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক বলেন, ‘ শিক্ষার্থীরা সবসময় আমার কাছে প্রাধান্য পাবে। আমার ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছে।
তিনি আরও বলেন, আমি সবসময় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে দেখেছি এবং খেয়াল করেছি এখানকার শিক্ষার্থীরা সাধারণত মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। তাদের যদি সাহায্য করে ট্র্যাকে উঠিয়ে দিলেই ভালো কিছু করবে। সেখান থেকে মূলত আমি ছাত্রদের জন্য কাজ করার অনুপ্রেরণা পাই। তাই আমি সবসময় স্টুডেন্ট ফ্রেন্ডলি কিছু করার চেষ্টা করি। কিভাবে সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হবে, আমি তার চেষ্টা করবো।