সারাদেশ টুডেঃ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, জাতীয় সংসদের নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনেয়ারা সিরাজের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তিনি সুস্থ আছেন এবং নড়াইলের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।
উল্লেখ্য জেলায় ৮ জন চিকিৎসক সহ করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৬১ জন। এর মধ্যে ৮ চিকিৎসকসহ ২৩ জন সুস্থ হয়েছেন।