ক্যাম্পাস টুডে ডেস্কঃ কক্সবাজারে কর্মরত অবস্থায় গায়ত্রী অমর শিং নামে এক এনজিওকর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।
এ বিষয় নিয়ে পারিবারিক কলহের একপর্যায়ে বাবুল আক্তার নিজেই স্ত্রী মাহমুদা খানম মিতুকে খুনের পরিকল্পনা করেন। বাবুলের নির্দেশনা অনুযায়ী মিতুকে নৃশংসভাবে খুন করা হয়।
দায়েরকৃত মামলার তদন্তে বাবুল আক্তারের সম্পৃক্ততা পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।
আলোচিত এই মিতু হত্যাকাণ্ডের প্রায় পাঁচ বছর পর বুধবার ১২ মে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে আরো একটি হত্যা মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।
চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মিতু হত্যাকাণ্ডের পর বাবুল আক্তার বাদী হয়ে দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয় মিতুর এই মামলা দায়ের করার আগেই।