“মুজিববর্ষের অঙ্গীকার, ক্যাম্পাস রাখবো পরিষ্কার ” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন মুজিববর্ষ ২০২০ এ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নিয়েছে ইন্সপিরেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার (আই এইচ ডাব্লিউ) নামক সামাজিক সংগঠন।
শুক্রবার গোপালগঞ্জের নবীনবাগে মুজিববর্ষ উপলক্ষে কর্ম পরিকল্পনা সভায় এ কর্মসূচীগুলো হাতে নেয়া হয়।
কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে গাছে ১০০ হাড়ি স্থাপনের মাধ্যমে পাখির বাসস্থান এবং বংশবৃদ্ধিতে সহায়তা করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিষ্কার রাখা, প্লাস্টিক ও পলিথিন ব্যাবহারে সচেতনতা সৃষ্টি করে জলবায়ু পরিবর্তনের হাতথেকে পৃথিবীকে রক্ষায় সাহায্য করা সহ বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন।
এব্যপারে সংগঠনটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন,” আসন্ন মুজিববর্ষটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং তাৎপর্যপূর্ণ। আমরা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কিছু ব্যতিক্রমী কর্মসূচীর মাধ্যমে বর্ষটি উদযাপন করতে চাই। আশা করি এর মাধ্যমে আমরা নিজেরা সামান্য হলেও সচেতন হতে পারবো এবং অন্যদেরকেও সচেতন করতে পারবো।”
উল্লেখ্য, আই এইচ ডাব্লিউ একটি সামাজিক সংগঠন যারা পরিবেশ, জলবায়ু এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে সচেতনতা মূলক কাজ করে আসছে।