মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রগতিশীল শিক্ষার্থীকল্যাণ সংগঠন বৃহত্তর বরিশাল স্টুডেন্টস ফোরাম মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভিন্নধর্মী কার্যক্রম এর আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকলের অংশগ্রহনে বালিশ খেলা, ছেলেদের জন্য ক্রিকেট এবং মেয়েদের জন্য লুডু খেলাসহ নানা কার্যক্রমের আয়োজনে করেছে বরিশাল স্টুডেন্টস ফোরাম।
এছাড়া অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত এতিম পথশিশুদের মাঝে খাবার ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং ফোরামের অন্যতম অভিভাবক বরিশালের কৃতিসন্তান আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার), কুমিল্লা।
এছাড়াও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহত্তর বরিশাল স্টুডেন্টস ফোরাম, নোবিপ্রবি জাতির পিতার পূর্ণাঙ্গ জীবন দর্শনের উপর একটি স্যুভেনির বের করার উদ্যোগ গ্রহন করে।