মুসলিম উম্মাহর প্রাণের স্পন্দনকে নিয়ে ব্যঙ্গচিত্র, সারাবিশ্বে তোলপাড়
মাজেদুল ইসলাম
ধর্মনিরপেক্ষতার মোড়কে ইসলাম বিদ্বেষী মনোভাব প্রকাশ করে মুসলিম উম্মাহর প্রাণের স্পন্দন মানবতার মুক্তির দিশারী বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে ফ্রান্স সরকার।
এহেন কর্মকাণ্ডে সারাবিশ্বের মুসলিম উম্মাহ অনলাইন,অফলাইনে তীব্র প্রতিবাদ জানাচ্ছে।প্রায় ১৫০ কোটি মুসলিমের বিশ্বাসকে নিয়ে হলি খেলার মতো আস্পর্ধা দেখে ক্ষুব্ধ বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম।
ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো- মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে মুসলিমদের হৃদয়ের স্পন্দন যার জন্য তাদের জীবন কুরবানি দিতে সেকেন্ডও দেরী করবেনা, তাকে নিয়ে এমন ব্যঙ্গচিত্র অংকন করে পুলিশি হেফাজতে দর্শনের সুযোগ দেওয়ার মতো ধৃষ্টতা দেখিয়ে ধর্মীয় সহিংসতাকে উস্কে দিচ্ছে।
যেখানে ইসলাম ধর্মে কোন প্রাণীর চিত্র আঁকাই নিষিদ্ধ, সেখানে মুহম্মদ (সা.) কে নিয়ে এহেন কর্মকাণ্ড মুসলিম উম্মাহ কখনোই বরদাশত করবে না।
ফ্রান্স সরকারের এমন ঘৃণ্য কর্মকাণ্ডের প্রতিবাদস্বরূপ সোশ্যাল মিডিয়া ফেসবুকে ফ্রান্স পণ্য- দ্রব্যাদিকে বয়কটের ডাক দেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম।
এছাড়াও বাংলাদেশ সরকার সহ ওআইসি(অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন) কে এসব বিষয়ে শক্ত জবাব দেওয়ার উদাত্ত আহ্বান করেন বাংলাদেশের মুসলিম আপামর জনতা।এছাড়াও প্রগতিশীল নামধারী ব্যক্তিরা যারা অসাম্প্রদায়িকতার কথা বলে গণমাধ্যমে প্রায়শয়, কিন্তু আজ মুসলিমদের প্রাণভোমরা, মানবজাতির মুক্তির দূত নবীজি মুহম্মদ (সা.) কে নিয়ে এমন হীন কর্মকাণ্ডে তাদের নিশ্চুপ থাকাকে ধিক্কার জ্ঞাপন করে।