অনলাইন ক্লাসের উপস্থিতি গণনা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

মৃত্যুশঙ্কায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী, বাঁচাতে প্রয়োজন ৩ লক্ষ টাকা

বশেমুরবিপ্রবি


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবির) মেধাবী শিক্ষার্থী তাসলিমা সিদ্দিকা রিমুর হার্টের সমস্যায় তিনি কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন। জনা যায়, তিনি প্রাণীসম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ফেসবুক গ্রুপ বশেমুরবিপ্রবি পরিবার থেকে জানা যায়, গত মাসের ১৭ তারিখ থেকে রিমু হার্টের সমস্যা নিয়ে কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। কিন্তু গতদুইদিন ধরে তার অবস্থার অনেক অবনতি ঘটে এবং তার এই হার্টের সমস্যার জন্য জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হয়। পিতৃহারা নিম্নবিত্ত মেধাবী বোনটির জীবন টাকার অভাবে চরম সংকাটপন্ন অবস্থায় রয়েছে।

ইতিমধ্যে চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ করতে হয়েছে, যা তার পরিবারের জন্য করোনার এই ক্রান্তিলগ্নে অনেক সমস্যার কারণ হয়ে দাড়িয়েছে।
বর্তমানে তার চিকিৎসা বাবদ ৩-৩.৫ লাখ টাকার প্রয়োজন, ইতিমধ্যে তারা তাদের সবকিছু দিয়ে ১ লাখ টাকা জোগাড় করতে পেরেছেন।

এই সংকট পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরিবারের যে যেখানে আছি, যেভাবে পারি আমাদের এই বোনটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনাদের এই সাহায্যের বিনিময়ে বেঁচে যেতে পারে বোনের জীবন, পরিবারের স্বপ্ন।

আরও পড়ুন ” পাকিস্তান: ম্যাট্রিক পরীক্ষায় প্রথম ১৬ বছর বয়সী চা বিক্রেতা হুজাইফা

সাহায্যের জন্য একটি বিকাশ একাউন্ট ও রকেট একাউন্টের নাম্বার –
বিকাশঃ01832223551 (তোফায়েল ৩য় বর্ষ)
রকেটঃ016876419477(শায়ান ৩য় বর্ষ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *