মেডিসিন ক্লাবের উদ্যোগে শেসাখামেক অধ্যক্ষকে সুরক্ষা সামগ্রী প্রদান

শেসাখামেক টুডেঃ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. লিয়াকত হোসেন তপনের হাতে চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী (KN95) মাস্ক পৌঁছে দিয়েছেন অত্র কলেজের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. তপন কুমার মন্ডল।

বুধবার “মেডিসিন ক্লাব”-শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জ এর সৌজন্যে ক্লাবের আহ্বায়ক এম এম শফিকুল ইসলাম ও সদস্য সচিব হায়দার আলী খানের পক্ষে এ সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।

ডা. তপন কুমার মন্ডল বলেন, “করোনা দুর্যোগে মেডিসিন ক্লাবের এই উদ্যোগ ও ফ্রন্টলাইনারদের জন্য মহৎ কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগটি সকলের অনুপ্রেরণায় পরিণত হোক। শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ (শেসাখামেক) মেডিসিন ক্লাবকে ধন্যবাদ “।

Scroll to Top