মেয়েদের হল গুলো প্রয়োজনে খুলে দেওয়া হতে পারে

সানজিদ আরা সরকার বিথী,
ঢাবি প্রতিনিধি


করোনা ভাইরাসের থাবায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল শিক্ষার্থী নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। ছেলেদের হলে প্রয়োজনে ছেলেরা ঢুকতে পারলেও বিপাকে পরেছে মেয়েরা।

কারন মেয়েদের হলগুলো বরাবরই কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হল রয়েছে ৫ টি।

এই মুহূর্তে হলগুলোতে কর্মচারী রয়েছে হাতেগোনা কয়েকজন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলোতে মেয়েদের উদ্বিগ্নতা প্রকাশ করা দেখে যে তাড়াহুড়োয় প্রয়োজনীয় জিনিস হলে ফেলে রেখে এসেছি।এরপর হল সংসদের নেত্রীরা হল কতৃপক্ষের সাথে কথা বলে মেয়েদের সমস্যার বিষয়গুলো জানিয়েছে।

ইতোমধ্যে হল কতৃপক্ষ অনুমতি ও দিয়েছে যে মেয়েরা হলে ঢুকতে পারবে কিন্তু বেঁধে দিয়েছে শর্ত।আগে থেকেই ম্যামদের সাথে যোগাযোগ করে সময় ঠিক করতে হবে এবং একটি দরখাস্ত আনতে হবে সাথে।

নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে এরপর আসলে হলে ঢুকতে দেয়া হবেনা। কিছু কিছু হল কর্তৃপক্ষ জানাচ্ছে শিক্ষার্থীদের রুমে প্রবেশ করতে দেয়া হবেনা, কর্মচারী রুমে রুমে গিয়ে মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিবে।
এতে মেয়েরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে।

এই বিষয়ে ঢাবির এক শিক্ষার্থী দ্যা ক্যাম্পাস টুডেকে জানিয়েছেন, হলে ল্যাপটপ রেখে এসেছি; এতদিন চার্জ ছাড়া হয়তো নষ্ট হয়ে গেছে। জানিনা কি হবে!

আরেকজন শিক্ষার্থী দ্যা ক্যাম্পাস টুডেকে বলেন, আমার বাড়ি বগুড়া।হলে ভুলে আমি আমার ফোন রেখে এসেছি।জানিনা সার্টিফিকেট গুলো কি ইঁদুরের কবলে কিনা!এত দূর থেকে করোনার ঝুঁকি নিয়ে হলে একবার যেতে হবে গিয়ে যদি ঢুকতে না পারি তাহলে কি করব!

প্রসঙ্গত, করোনার আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায় ১৮ মার্চ হতে। সকল শিক্ষার্থী তাড়াহুড়োয় নিজ নিজ বাড়িতে চলে গেছে প্রয়োজনীয় জিনিস হলেই ফেলে রেখে গেছে।

তাছাড়া, হল প্রশাসন উদ্বিগ্ন যে হলে বিভিন্ন জায়গা থেকে মেয়েরা হলে ঢুকলে করোনার ঝুঁকি থেকেই যায়। এখন দেখার পালা হল প্রশাসনের পরবর্তী পদক্ষেপগুলো কি হয়!

Scroll to Top