যবিপ্রবির ল্যাবে ৩৯ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনা টেস্টের ফলাফলে ৩৯ জনের ফলাফল পজিটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন করোনা পরীক্ষণ দলের সদস্য ও অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম।

যবিপ্রবির পরীক্ষাগারে মোট ১৬০ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ১২১ জনের ফলাফল নেগেটিভ ও ৩৯ জনের করোনা পজিটিভ এসেছে।

অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম বলেন, ১৬০ টি নমুনার মধ্যে যশোরের ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের, নড়াইলের ২২ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের, মাগুরার ১৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের ও বাগেরহাটের ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *