যাত্রাবাড়ীতে বিশ্ববিদ্যালয়ের জাল সনদ তৈরির অভিযোগে এক সদস্য গ্রেফতার

ক্যাম্পাস টুডে ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ থেকে জাল সনদ তৈরি চক্রের একজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার র্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মফিজুর চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সির নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮টি ভুয়া সার্টিফিকেট, ১৩টি জাতীয় পরিচয়পত্র, কম্পিউটারের একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কী বোর্ড, একটি মোবাইল ফোনসেট ও নগদ ৩০ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিজুর জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত। এছাড়া টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদ, ভোটার আইডি কার্ড, প্রশংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদ তৈরি করে থাকেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *