যেভাবে ফোনের ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস হয়

যেভাবে ফোনের ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস হয়

ফোনের গ্যালারিতে থাকে ব্যক্তিগত ছবি ও ভিডিও। যা একান্তই ব্যক্তিগত ও গোপনীয়। কিন্তু আপনি কি জানেন, গ্যালারির এই সমস্ত ছবি নিমেষে ফাঁস হয়ে যেতে পারে। তারপর সেই সব ছবি মুহূর্তের মধ্য়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়বে। আর এমনটা হতে পারে আপনার সঙ্গেই। আর সেই কাজ করছে বেশ কয়েকটি অ্যাপ। আপনার ফোনেও যদি সেই অ্যাপ থাকে, তাহলে এখনই তা মুছে ফেলুন।

এমনটা জানা গিয়েছে মেটার একটি গবেষণার পরে। সম্প্রতি, মেটা একটি সমীক্ষা চালিয়ে দেখেছিল যে এমন অনেক অ্যাপ রয়েছে যা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করছে। এমনকি ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবিও ফাঁস হচ্ছে। অথচ প্রতিদিনের কোনও না কোনও কাজের জন্য মানুষ সেই সব অ্যাপ ডাউনলোড করেছে।

মেটার করা সমীক্ষা অনুযায়ী, মানুষ তাদের সবচেয়ে বেশি ব্যক্তিগত তথ্য তুলে দেয় ফটো এডিটিং অ্যাপে। ফটো এডিট করার জন্য প্রথমে আপনি গ্যালারি থেকেই নিজের ব্যক্তিগত ছবি সেই অ্যাপে এডিট করতে শুরু করেন। আর যখনই আপনি গ্যালারি থেকে ফটো সিলেক্ট করেন, তখনই সেই ছবি অ্যাপে থেকে যায়। তাই যখনই আপনি কোনও ফটোতে ক্লিক করবেন, মনে রাখবেন ফোনে এডিটিং অ্যাপে যেন সেই ছবি না পৌঁছায়। তাহলেই আপনি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন।

সম্প্রতি ব্যবহারকারীদের অভিযোগে গুগলও ব্যবস্থা নিয়েছে এবং কিছু অ্যাপ ডিলিট করেছে। অর্থাৎ আপনি প্লে স্টোর থেকে সেই অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন না। এমন পদক্ষেপ এবারই প্রথম নয়।

টেক জায়ান্ট গুগল প্রায়ই সাইবার অপরাধ রোধে এমন সিদ্ধান্ত নেয়। এর আগেও বহুবার এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যখনই গুগল কোনো অ্যাপের বিরুদ্ধে প্রচুর রিপোর্ট পায়, তখনই তা প্লে স্টোর থেকে তুলে নেয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *