জিটিসি টুডে
রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজ ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।
আজ (১৮ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিউটি অফিসার রিমা খানম বলেন, মহাখালী তিতুমীর কলেজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে দিকে যাচ্ছে। দমকল বাহিনী এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি। তাই আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।