করোনাভাইরাস টুডেঃ
রাজশাহী মেডিকেলে অবস্থিত রাজশাহীর করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও শণাক্তকারী ল্যাব দুটি মাত্রাতিরিক্ত নমুনা সংগ্রহের কারণে বাড়ছে নমুনা জট।একই সাথে নতুন নমুনা না পাঠাতে বলা হয়েছে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে। এদিকে নমুনা জটের কারণে বিলম্বিত হচ্ছে নতুন রোগী শনাক্ত কিংবা ফলোআপ প্রক্রিয়া।
করোনার সংক্রমণ বাড়ায় বেড়েছে পরীক্ষার প্রয়োজনীয়তাও। তাই জমছে নমুনার পাহাড়। কিন্তু পরীক্ষাগারে নেই পর্যাপ্ত মেশিন। ফলে রাজশাহী মেডিকেলে ৫ দিন বন্ধ রাখে নতুন নমুনা সংগ্রহ।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তাদের দুটি আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা হচ্ছে চার জেলার নমুনা। সক্ষমতা দিনে মাত্র ২৮২টি পরীক্ষার। অথচ নমুনা আসছে ৫’শরও বেশি। এতে বিপাকে করোনার উপসর্গ থাকা রোগীরা।
বিষয়টি স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন ও হাসপাতাল কর্তৃপক্ষ। নমুনা দিতে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে তেমনি বিড়ম্বনা ফল পেতেও।