রাবিতে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

রাবি প্রতিনিধি


যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ শনিবার (৮ আগস্ট) দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে অবস্থিত তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শর্মিষ্ঠা রায়।

পুষ্পস্তবক অর্পণকালে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বাঙ্গালীর জাতীয় জীবনে এক প্রেরণার নাম। যিনি বঙ্গবন্ধুর জীবন সঙ্গী ছিলেন না, তিনি ছিলেন বাঙালি জাতির সকল অধিকার আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর নিকটতম সহযোগী। বাঙালির মুক্তি সংগ্রামের অগ্রদূত বঙ্গমাতা রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুব কাছে থেকে অনুপ্রেরণা দিয়েছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, হল প্রাধ্যক্ষবৃন্দ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষকবৃন্দসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *