রাবির আটকে থাকা পরীক্ষা শুরু দুই জানুয়ারি, বন্ধ থাকবে হল!

 

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের আটকে থাকা চতুর্থ বর্ষ স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষাসমূহ নতুন বছরের দুই জানুয়ারি থেকে শুরু হবে। তবে, আবাসিক হলগুলো খুলে দেয়া হবে না।

আজ(সোমবার) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ফিল্ডওয়ার্ক, ইন্টার্নশিপ, মৌখিক ও ইনকোর্স পরীক্ষা সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগীয় একাডেমিক কমিটি ও পরীক্ষা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানা গেছে।

আরও জানা যায়, পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। পরীক্ষা গ্রহণের সুবিধার্থে পূর্বনির্ধারিত ৩ থেকে ৭ জানুয়ারির শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

Scroll to Top