রাবির জিয়াউর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ ড. সুজন সেন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেন। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এক আদেশে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ড. সুজন সেনকে এই দায়িত্ব দেয়া হয়।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম তথ্যটি নিশ্চিত করেছেন। আগামী ১৩ এপ্রিল বর্তমান প্রাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম বকসি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানা গেছে।

জানতে চাইলে সুজন সেন বলেন, একজন হল প্রাধ্যক্ষ হিসেবে অবশ্যই আমি হলের যেকোনো শিক্ষার্থীর সহযোগীতায় পাশে থাকব। হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পাশাপাশি হলের আবাসিক শিক্ষার্থীদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় সুবিধা প্রদাণ, খেলাধূলা এবং সংস্কৃতিচর্চার প্রতি গুরুত্বারোপ করবো। এছাড়া সকলের সহযোগীতায় হলটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মানসম্মত খাবার প্রদাণে বদ্ধপরিকর থাকব।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment