রাবির দুই প্রশাসন ভবনসহ তিন ভবনের তালা খুলে দিলো চাকরিপ্রত্যাশীরা

রাবির দুই প্রশাসন ভবনসহ তিন ভবনের তালা খুলে দিলো চাকরিপ্রত্যাশীরা

ক্যাম্পাস টুডে ডেস্ক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই প্রশাসন ভবনসহ তিন ভবনের তালা খুলে দিছে চাকরিপ্রত্যাশীরা। তালা খোলার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।এসময় তিনি বলেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তালাগুলো খুলে দেয় তারা।

পরে কর্মচারীদের বেতন সংক্রান্ত কিছু কার্যক্রম চলছে। ভবনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

তালা খুলে দেওয়া সম্পর্কে জানতে চাইলে চাকরি প্রত্যাশীদের মধ্যে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হোসেন বলেন, মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের বেতন আটকে ছিল। ঈদের আগে যাতে তাদের বেতনগুলো পেতে সমস্যা না হয় সেই ব্যবস্থা করতে তালা খুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ০২ মে বিশ্ববিদ্যালয়ের দুই প্রশাসন ভবন ও সিনেট ভবনে তালা লাগিয়ে দেন চাকরিপ্রত্যাশী ছাত্রলীগ ও স্থানীয়রা। ওই সময়ে ৬ মে পর্যন্ত কোনো প্রশাসনিক কার্যক্রম চালানো যাবে না বলে ঘোষণা দেন তারা। তবে মাস্টাররোল কর্মচারীদের বেতনের মানবিক বিষয় বিবেচনায় তালা খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *