চলমান আন্দোলনে পরাজিত শক্তি আওয়ামী লীগ ও তাদের দলীয় ছাত্র সংগঠন কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও মানবাধিকার কর্মী মো. অনিক আহমেদ এর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২৮ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এসময় কয়েকজন শিক্ষক এ আন্দোলনে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেন।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক এফআরএম ফাহিম রেজার সঞ্চালনায় সংগঠনটির সভাপতি মেহেদী সজীব বলেন,
নজবাংলাদেশের আনাচেকানাচে আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। দেশকে অস্থিতিশীল করতে চাইছে। আমাদের সহযোদ্ধা মো. অনিক আহমেদের উপর ঘটা ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানাই। অবিলম্বে সন্ত্রাসীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। না-হয় ছাত্রসমাজকে সাথে আমরা আরেকটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক
রাশেদ রাজন বলেন, ৫ই আগস্টের আগে পুলিশের যে ভূমিকা ছিল ৫ই আগস্টের পর পুলিশের ভূমিকা কিন্তু চরমভাবে প্রশ্নবিদ্ধ। অনিকের হামলার ২৪ ঘন্টা পেরিয়ে যাবার পরেও পুলিশ এখনো একজনকে গ্রেফতার করতে পারেনি। তাহলে পুলিশ কি এখনো জমিদারি ভুমিকা পালন করছে? আওয়ামী লীগের দোসরদের নির্মূল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ১৫ বছর ধরে স্বৈরশাসক তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে কীভাবে সন্ত্রাসীদের লালন করছে তার প্রমাণ আমরা পাচ্ছি। এই সন্ত্রাসীরা এখন ডাকাত, সনাতনী, আনসারসহ বিভিন্নরূপে আবির্ভূত হচ্ছে। ধৈর্যের একটা সীমা আছে, ছাত্ররা এতদিন আইন হাতে তুলে নেয়নি কিন্তু এভাবেে চলতে থাকলে তারা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি তারা দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।
পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, পতিত স্বৈরাচার ও তার দোষরদের হাতে সময় খুবই কম, যেকারণে তারা যতরকমের কূটকৌশল ও নোংরামি করার চেষ্টা করবে। ছাত্রজনতার যে অভূতপূর্ব ঐক্য আমরা দেখেছি সেই ঐক্যই আমাদের ভরসা। ন্যায় এবং ন্যায্যতার স্বপক্ষে দাঁড়ানোর প্রেরণা এটি ধারণ করতে পারলে আমরা সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে পারবো। এর ফলে ন্যায্যতা, সমতা ও বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে পাবো।
এসময় প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে পৃথকভাবে হামলার শিকার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। সোমবার (২৫ আগস্ট) রাতে নিজ নিজ এলাকায় এ হামলার শিকার হন তারা।