রাবি: সাতদিনের মধ্যে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত!

রাবি: সাতদিনের মধ্যে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত!

 

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্থগিত হওয়া পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনা করে আগামী সাতদিনের মধ্যে জরুরি সভা ডেকে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার পরীক্ষা চালুর দাবিতে শিক্ষার্থীরা প্যারিস রোডে অবস্থান করলে তাদের আশ্বস্ত করে এসব বলেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

উপাচার্য বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছি। মন্ত্রণালয় থেকে নির্দেশনা না পেলেও আমরা জরুরি একাডেমিক কাউন্সিলের সভা ডেকে পরীক্ষা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবো। আশা করি এ সপ্তাহের মধ্যেই ভালো সমাধান আসবে।’

এর আগে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ২০১৯ সালে। দুঃখজনক হলেও সত্য এখনও সেই পরীক্ষা শেষ হয়নি। পরীক্ষার তারিখ দেওয়াতে আশার আলো দেখছিলাম, ঠিক তখনই থমকে গেলো সব। পরীক্ষা শেষ না হওয়াতে এটি গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। আমরা চাই স্বাস্থ্যবিধি মেনে দ্রুত পরীক্ষাগুলো নেয়া হোক।

আন্দোলনরত আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের হল খোলা নিয়ে কোনও দাবি নেই। আমরা মেসে থেকেই এতদিন পরীক্ষা দিচ্ছিলাম। বাকিগুলোও দিতে চাই। আমরা আমাদের স্থগিত পরীক্ষাগুলো আবারও চলমান চাই।’

‌উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলের সভায় সকল বর্ষের ২০১৯ সালে আটকে থাকা পরীক্ষা গ্রহণের ব্যাপার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ২২ ফেব্রুয়ারি অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. দিপু মনি পাঠদান ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *