রাস্তায় ঘুরে ঘুরে ইফতার দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বশেমুরবিপ্রবি টুডেঃ চলছে বিশ্বজুড়ে করোনাকাল । এই পরিস্থিতিতে সমস্যার সম্মুখীন সকল শ্রেণির মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা পড়েছে  বিপাকে। করোনা সেই সঙ্গে পবিত্র রমজান মাসে ইফতার নিয়ে খেটে খাওয়া মানুষের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সোলাইমান হোসাইন মিন্টু।

তিনি বশেমুরবিপ্রবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের সহকারী অধ্যাপক।

সোমবার (১১ মে) ব্যক্তিগত উদ্যোগে ডাঃ কাজী নাইমকে সাথে নিয়ে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় পুলিশ, রিকশা, অটো চালক এবং ভ্রাম্যমাণ পথচারীসহ প্রায় শতাধিক মানুষকে ইফতার প্রদান করেন তিনি ।

এমন কর্মসূচি বিষয়ে সোলাইমান হোসাইন মিন্টু বলেন, “এই মহামারির সময়ে গরিব ও মধ্যবিত্ত মানুষেরা অসহায় হয়ে পড়েছে, অনেক সময় তারা না খেতে পেয়ে মৃত্যুকে স্বীকার করলেও দারিদ্রের কথা বলতে পারেন না তাই আমি নিজ উদ্যোগে তাদের পাশে দাড়াচ্ছি।”

এসময় তিনি এই দুর্যোগকালীন সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গরিব ও অসহায় মানুষদের পাশে থাকার আহবান জানান।

Scroll to Top