রিট খারিজ, ১৯ মার্চেই ৪১তম বিসিএস পরীক্ষা

ক্যাম্পাস টুডে ডেস্ক: ৪১ তম বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে করা রিট খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। একইসঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মো. খসুরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

পরীক্ষা পেছানোর জন্য রিটকারীর আইনজীবী রবিউল ইসলাম শুনানি শেষ করার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে পিএসসির মতামত জানানোর পর রিটটি খারিজ করা হয়।

এদিক ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকবার মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। করোনায় ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না তারা। করোনা ভ্যাকসিন দিয়েই তারা এই পরীক্ষায় বসতে চাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment