র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম করোনায় আক্রান্ত

ক্যাম্পাস টুডে ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন র‌্যাপিড অ্যাকশন অব্যাটেলিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তবে শারীরিকভাবে সুস্থ বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সকলের কাছে দোয়া চেয়ে তিনি জানান, ‘কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজেটিভ।আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’

সরোয়ার আলম বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহণের পর থেকেই খাদ্য, ওষুধ থেকে শুরু করে নিত্যপণ্যের গুণগত মান, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ, এবং বিভিন্ন পণ্যের বাড়তি দাম নেয়ার বিরুদ্ধে অভিযোগ চালিয়ে প্রশংসিত হন তিনি।

এর মধ্যে ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযানেও নেতৃত্ব দেন র‌্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Scroll to Top