লঞ্চডুবি: শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫

ডেস্ক রিপোর্ট


বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় মিনিটে মিনিটে যেন লাশের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে প্রথমে ১৬ জনের মরদেহ উদ্ধার করা, পরে দুপুর ১২টা পর্যন্ত চলা অভিযানে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩ জনে।এবং পরবর্তী এক ঘন্টার ব্যাবধানে মৃত্যুর মিছিল বেড়েছে। নিহতদের মধ্যে ৬ জন নারী, ৩ জন শিশু ও ১৪ জন পুরুষ রয়েছেন।

নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা। তবে উদ্ধার অভিযানে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে রওয়ানা দেয়া বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ এখানো পৌঁছায়নি। সকালে লঞ্চ ডুবির খবর পাওয়ার পরই জাহাজটি যাত্রা শুরু করে।

জানা যায়, সকালে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ৫০/৬০ জন যাত্রী নিয়ে ডুবে যায়।

Scroll to Top