লিভার সিরোসিস কেড়ে নিলো ঢাবি ছাত্রের প্রাণ

ঢাবি টুডেঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোঃ তানভীর হোসেন সাতক্ষীরার একটি হাসপাতালে দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগের জন্য চিকিৎসাধীন ছিলেন।

আজ বুধবার (১৭ জুন) বিকাল ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল এবং আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় মাঠে সরব উপস্থিতি ছিল তাঁর। বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের এই শিক্ষার্থীর বাড়ি সাতক্ষীরা জেলায়।

তানভীরের সহপাঠীরা জানান, দীর্ঘদিন যাবৎ এ রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি তিনি রাজধানীর বিআরবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, ‘তাঁর লিভার সম্পূর্ণ অকেজো বা ‘ডেমেজ’ (Acute hepatic failure) হয়ে গিয়েছিল’।

তানভীরের ফুফাতো ভাই সবুজ বলেন, আজ বিকাল চারটার দিকে সাতক্ষীরার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। গত চারদিন আগে তাকে সাতক্ষীরায় নিয়ে আসা হয় বলে তিনি জানান।

তানভীরের বন্ধু হারুন অর রশীদ জানান, পড়াশুনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে সরব উপস্থিতি ছিলেন তানভীরের। আজ বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যাম্পাসে তাঁর সঙ্গে অজস্র স্মৃতি এখন স্বপ্নের মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *