শনিবার থেকে এসএসসির ফরম পূরণ শুরু

ক্যাম্পাস টুডে ডেস্কঃ আগামী ২২ থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরমপূরণ করতে পারবে এসএসসি পরীক্ষার্থীরা।

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চলমান লকডাউনের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে না পারায় ফের সুযোগ দেয়া হয়েছে। একইসাথে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় না করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। ঢাকা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বোর্ড বলছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণ গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু কোভিড-১৯ বিস্তারের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি। আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের বর্ধিত সময় নির্ধারণ করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ ৩০ মে।

জানা গেছে, এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন থেকে চার মাসে প্রস্তুতি নেয়া যাবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এর ভিত্তিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে শিক্ষার্থীরা তিন-চার মাস পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুযোগ পাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment