শহীদ হয়েছি কি আমি

শহীদ হয়েছি কি আমি
জান্নাতুল ফেরদৌসী মিশু



আমি আবরার ফাহাদ রাব্বি
গত পরশু ইন্তেকাল করেছি,
আজ আমি পৃথিবীর ওপারে আছি
তোমাদের সবাইকে বলছি-

একটু শুনো মনোযোগ দিয়ে,
দেশের জন্য নয় মাস যুদ্ধ করে
শহীদের নামে খ্যাত হয়েছে
অনেক দেশপ্রেমী।

আমি নয় মাস যুদ্ধ করিনি
শুধু দেশকে ভালোবেসে লিখেছি দু লাইন,
হয়তো তারা ভেবেছে
করবো আমি যুদ্ধ এবার
কলমের দ্বারা হবো
মুজিব সেনার নতুন সৈন্য।

তাই তো তারা হত্যা করেছে আমায়,
একদিনের প্রতিবাদে আজ আমি কবরবাসী।
তবু তো দেশকে ভালোবাসে প্রতিবাদ করেছি
রক্ষা করেছি শহীদের স্বাধীনতা আমি।

দেশের জন্য তো শহীদ হলাম
খ্যাতি পাবো কি?
এপার থেকে জানতে চাইছি আমি,
শহীদ হয়েছি কি আমি?

শহীদ হলে মরেও শান্তি;
মা করবে গর্ব বলবে শুনো,
“আমার ছেলে রাব্বি দেশকে ভালোবেসে,
আমার কোল খালি গেছে ওপারে চলে।

শহীদের সাথে থাকবে সে
চিন্তা কিসে আমার কোন কারণে,
আমি শহীদের মাতা হয়েছি
আবরারে জন্য!”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment