শাবিপ্রবির গবেষণায় চৌর্যবৃত্তির সুযোগ নেই: ভিসি

শাবিপ্রবির গবেষণায় চৌর্যবৃত্তির সুযোগ নেই: ভিসি

শাবিপ্রবি টুডে


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, যেকোন বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গবেষণার বিকল্প নেই। বিষয়টি মাথায় রেখে কাজ করছে শাবিপ্রবি প্রশাসন। বিশ্ববিদ্যায়ের প্রতিটি গবেষণা কর্ম টার্নএটইন সফটওয়্যার দ্বারা পরীক্ষিত। তাই এখানে ‘প্লেইজারিজম’ বা ‘চৌর্যবৃত্তি’ করার কোনো সুযোগ নেই।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পূবালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে ১৫ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নিকট চেক হস্তান্তর করেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক এরশাদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সামগ্রিকভাবে সারাদেশে সুশাসন, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের মাপকাঠিতে দেশ সেরা আমাদের এ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পগুলো এগিয়ে নিতে পূবালী ব্যাংকের এই অনুদান অতীতের মতো কার্যকরী ভুমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

এসময় ২০২০- ২১ অর্থবছরে এ বিশ্ববিদ্যালয়ের গবেষণাখাতে ৪ কোটি ২০ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে বলেও জানান উপাচার্য।

চেক হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিধ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক সিলেট আঞ্চলিক শাখার উপ-মহাব্যবস্থাপক মো.মশিউর রহমান খান, উপ-মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী, পূবালী ব্যাংক শিবগঞ্জ শাখার ম্যানেজার এস এম মহিদুল ইসলাম, সিনিয়র অফিসার রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *