শাহাজালাল বিশ্ববিদ্যালয়ে দিনে ১২ ঘন্টা লকডাউন

ক্যাম্পাস টুডে ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা লকডাউনে থাকবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ (১ অক্টোবর) থেকে প্রতিদিন ১২ ঘণ্টা (সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা) ক্যাম্পাস লকডাউন থাকবে। এই সময়ে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও অবস্থান করতে পারবেন না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব ল্যাব বিকেল পাঁচটা থেকে বন্ধ রাখার ব্যাপারে বিভাগীয় প্রধানদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

ক্যাম্পাসে অবস্থানকারীদের ক্ষেত্রে এ নির্দেশনা শিথিলযোগ্য থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Scroll to Top