ঐতিহ্য ও গৌরবের ইসলামী বিশ্ববিদ্যালয়

শিক্ষককে হত্যার হুমকি দেওয়া সহকারী প্রক্টরের আবাসিকত্ব বাতিল চান শিক্ষকরা

ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষককে হত্যার হুমকি দেওয়া সহকারী প্রক্টরের আবাসিকত্ব বাতিল চান শিক্ষক-কর্মকর্তারা। এছাড়াও অভিয্ক্তু শিক্ষকের বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা যায়, আল ফিকৃহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন ও সহকারী প্রক্টর নাসিমুজ্জামান উভয়েই বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার মেঘনা ভবনে থাকেন। গত শুক্রবার (১ জানুয়ারী) দুপুর বারোটার দিকে ওই ভবনের সামনে পূর্ব শত্রুতার জেরে সহকারী প্রক্টর নাসিমুজ্জামান ভুক্তভোগী শিক্ষক আলতাফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে। এসময় তিনি শিক্ষক আলতাফ হোসেনকে শুয়োরের বাচ্চা, হারামির বাচ্চা, চোরের বাচ্চা, শয়তানের বাচ্চা বলে গালাগালি দেন।

এছাড়াও তিনি আলতাফ হোসেনকে ‘তোকে আজ মেরেই ফেলব, তোর কোন বাবা আছে ডাক’ বলে হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে সহকারী প্রক্টর নাসিমুজ্জামান আলতাফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে লাঠি নিয়ে তেড়ে আসেন। বিষয়টি নিয়ে ওইদিন বিকেলে শিক্ষক আলতাফ হোসেন জীবনের নিরাপত্তা চেয়ে ইবি থানায় সাধারণ ডায়েরী করেন। এছাড়াও সহকারী প্রক্টর কতৃক শিক্ষককে প্রাণনাশের হুমকির ঘটনায় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক এই ঘটনার পর থেকে ওই ভবনে থাকা অভিয্ক্তু শিক্ষক সহকারী প্রক্টর নাসিমুজ্জামানের আবাসিকত্ব বাতিল চাচ্ছেন শিক্ষক ও কর্মর্কতারা।

এ বিষয়ে ওই ভবনের এক কর্মকর্তা বলেন, ‘ আমরা কর্মকর্তা হিসেবে হতভম্ব হয়েছি। একজন শিক্ষকের এমন আচরণ কখনোই কাম্য নয়। এমন হীন কর্মকান্ডে জড়িত শিক্ষককে স্থায়ী আবাসিকত্ব বাতিল করে আবাসিক এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।’ তারা মনে করেন, ‘ আবাসিক এলাকার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এই ঘটনার বিচার হওয়া জরুরি। নয়তো আবাসিক এলাকার শৃঙ্খলা বিঘিœত হবে। তাই অভিযুক্ত শিক্ষকের আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করা হোক।’

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভবনের সিনিয়র এক অধ্যাপক বলেন, ‘ এ বিষয়ে কথা বলতেও আমরা লজ্জাবোধ করছি। যে বিষয়গুলো শিক্ষার্থীদের মাঝে ঘটলেও আমরা সমাধান করতে বিব্রতবোধ করি। এমন বিষয় যদি শিক্ষকদের মধ্যে ঘটে তাহলে সেটি অবশ্যই কলঙ্কজনক ঘটনা। প্রশাসনের কাছে দাবি এ ঘটনার স্ষ্ঠু বিচার হোক। অভিযুক্ত শিক্ষকের স্থায়ী আবাসিকতা বাতিল করা হোক।’ এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুর ১২টায় দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় মেঘনা ভবনের সামনে পূর্বশক্রতার জেরে সহকারী প্রক্টর নাসিমুজ্জামান ভুক্তভোগী শিক্ষক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *