শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস ও ভর্তি স্থগিত রাখতে ছাত্রদলের স্মারকলিপি

করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস স্থগিত রাখতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল।

রবিবার (২১ জুন) ছাত্রদল ঢাকা মহাদনগ দক্ষিণের উদ্যোগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

ওই স্মারকলিপিতে বলা হয়, করোনার কারণে বর্তমানে বেশিরভাগ শিক্ষার্থী গ্রামের বাড়িতে অবস্থান করছে। তাদের অনেকের স্মার্টফোন ও ইন্টারনেটের ডাটা কেনার সামর্থ্য নেই। এছাড়াও অনেক জায়গাতে নেটওর্য়াকেরও সমস্যা রয়েছে। ফলে অনেকের অনলাইনে পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস ও ভর্তি স্থগিত রাখতে জোর দাবি জানাচ্ছি।

এছাড়া স্মারকলিপিতে শিক্ষার্থীদের সেশন ফি মওকুফের দাবি জানায় ছাত্রদল।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও সাংগঠনিক টিম ঢাকা ১( ক) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম এ গাফফার, সহ-সভাপতি মোস্তাক আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজন মোল্লা, সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন রিংন্টু, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা মনির, ইব্রাহিম, রুবেল, কামরুল ইসলামসহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Scroll to Top