শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে জনমত তৈরি হওয়া প্রয়োজন: শিক্ষা উপমন্ত্রী

ক্যাম্পাস টুডে ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে গণমাধ্যমের দ্বারা জনমত তৈরি হওয়া প্রয়োজন বলে মনে করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, জনমত তৈরির ক্ষেত্রে গণমাধ্যম অন্যতম একটি প্ল্যাটফর্ম। আপনাদের মাধ্যমে কোটি জনমত তৈরি করতে হবে বা এ বিষয়ে একটি আলোচনা সমাজে আনতে হবে যেন একটা পর্যায়ে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হয়।

আজ বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

উপমন্ত্রী বলেন, গণমাধ্যমকে আলোচনায় আনতে হবে যে, আসলে আমাদের মতো দেশে সংক্রমক ব্যাধি সবসময় আছে এবং থাকবে। এই মুহুর্তে সকল প্রতিষ্ঠানে কার্যক্রম চলছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বাদে সবকিছু স্বাভাবিক রয়েছে। তাই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবে গ্যাপ হয়ে যাওয়ার কারণে মাসনিক প্রস্তুতিটা আরও বেশি দরকার। সেজন্য জনমত তৈরিতে গণমাধ্যমকে ভূমিকা পালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *