শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ

ক্যাম্পাস টুডে ডেস্ক


করোনার কারণে অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি আরো বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় পরামর্শ দিয়েছে।

আজ রবিবার (১৫ মার্চ) সচিবালয়ে করোনা-ভাইরাস প্রাদুর্ভাব নিয়ে সাংবাদিকদের ব্রিফিং দিতে গিয়ে তিনি এসব কথা জানান।

এসময় মন্ত্রী জাহিদ মালেক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার পুরোটাই শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে পরামর্শ যতটুকু দেয়ার তা আমরা দিয়েছি।

তিনি আরও বলেন, ‘দেশের মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করছি। এজন্য দুই মাস ধরেই কাজ করা হচ্ছে।আমরা কারো ওপরে কিছু চাপিয়ে দিতে পারি না। সেজন্য পরামর্শ দিয়ে সবাইকেই চিঠি দিয়েছি।’ তবে এর থেকে বেশি কিছু করতে পারেন না বলেও জানিয়েছেন তিনি।

প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখন দেশে আসবেন না। বাস, লঞ্চ ও ট্রেন পরিষ্কার রাখার পাশাপাশি উপসর্গ লক্ষণীয় ব্যক্তিরা বাহিরে বের হবেন না। অন্যান্য মন্ত্রণালয়কেও তাদের করনীয় সম্পর্কে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *