শিক্ষার্থীদের মেসভাড়া সমস্যা সমাধানে কুবি প্রশাসনের কমিটি গঠন

ক্যাম্পাড টুডে ডেস্ক 


শিক্ষার্থীদের মেসভাড়া সংকট নিরসনেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।প্রক্টর ড. কাজী মোহাম্মদ কালাম উদ্দিনকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি হতে এসব তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ রবিউল আলমকে সদস্য সচিব এবং কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মো. জুলহাস মিয়া, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. এমদাদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দিন, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রভোস্ট মো. সাদেকুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ড. জি. এম. মনিরুজ্জামান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।

Scroll to Top