শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করলো রাবি পাঠক ফোরাম

ওয়াসিফ রিয়াদ, রাবি প্রতিনিধি


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পার্শ্ববর্তী এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়স্থ সংগঠন পাঠক ফোরাম।

রবিবার বেলা ১১ টায় ফোরাম চত্বরে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু।

উদ্বোধন শেষে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের প্রাণ। শিক্ষার্থীরা ভাল কাজ করলে আমাদের ভাল লাগে। গর্ববোধ হয়। পাঠক ফোরামের শীতবস্ত্র বিতরণ নিছক ক্ষুদ্র উদ্যোগ নয়, এটা নিঃসন্দেহে মহৎ উদ্যোগ।

এমন উদ্যোগ গ্রহণের জন্য পাঠক ফোরামকে ধন্যবাদ জ্ঞাপন করে সবসময় পাশে থাকার আশ্বাস দেন অধ্যাপক লায়লা।

মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ও পাঠক ফোরামের উপদেষ্টা অধ্যাপক ড. এনামুল হক বলেন, সারা পৃথিবীতে যখন মানবতা ভূলুণ্ঠিত, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের ছেলে-মেয়েরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ সংগঠনটির অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ৪ এপ্রিল থেকে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে সংগঠনটি। এর প্রতিষ্ঠাতা আরিফ হাসনাতের অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

Scroll to Top