শেকৃবিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা

শেকৃবিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা

মাজেদুল ইসলাম, শেকৃবি প্রতিনিধিঃ ১৪ ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস বাঙালি জাতীয় জীবনের এক কালো অধ্যায়। জাতিকে মেধাশূন্য করে দারিদ্র্যের কশাঘাতে ঠেলে দেওয়ার নির্মম নীল নকশার বাস্তবায়ন করে ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী ও তার দোসররা।বাংলাপিডিয়ার মতে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রায় ১ হাজার ১শত ১১ জন মেধাবী মুখকে নির্মমভাবে হত্যা করা হয়।

এসকল মহান শহীদের স্মরণে আজ ১৪ ই ডিসেম্বর ২০২০ (সোমবার) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।শেকৃবির উপাচার্য প্রফেসর ড.শহীদুর রশীদ ভূঁইয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী,ছাত্রলীগের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীগণ এ উদযাপনে উপস্থিত ছিলেন।বুদ্ধিজীবীদের শ্রদ্ধায় ২ মিনিট নীরবতা পালন করা হয়।

বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এবং বুদ্ধিজীবীদের বীরত্বগাথা জাতির সামনে তুলে ধরার জন্য প্রফেসরগণ বক্তব্য প্রদান করেন।

সর্বশেষে,জাতির সূর্যসন্তানদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *