শেকৃবি: ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পেলেন রেজিস্ট্রার রেজাউল করিম
শেকৃবি প্রতিনিধি
চলতি বছরের ১৪ ই আগষ্ট মেয়াদোত্তীর্ণ হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি,কোষাধ্যক্ষের। ভাইস চ্যান্সেলর পদ শূণ্য থাকায় বিঘ্ন ঘটছিল প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক গতি।শিক্ষক- কর্মচারীদেরকে বেতনের জন্য পোহাতে হচ্ছিল দূর্ভোগ।
ফলশ্রুতিতে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ কর্তৃক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে – বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার শেখ রেজাউল করিম কে ভিসির রুটিন দায়িত্ব পালনের জন্য আদেশ করা হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে আর ও বলা হয়-শেকৃবির ভিসি পদ শূণ্য হওয়ায় পরবর্তী ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময় শেখ রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন
ভিসির রুটিন দায়িত্ব পাওয়া রেজিস্ট্রার শেখ রেজাউল করিম “দ্যা ক্যাম্পাস টুডে” কে বলেন-
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখতে নীতিগত সিদ্ধান্ত যেমন পদোন্নতি ব্যতিত অন্যান্য সিদ্ধান্ত নিতে পারবো।এখন থেকে শেকৃবির শিক্ষক ও কর্মচারীদের বেতন তুলতে ও অন্যান্য কার্যক্রম সম্পূন্নে সমস্যা হবে না আশা করছি।