শেষ পরীক্ষায় বাজিমাত ঢাবি শিক্ষার্থী সুমাইয়ার

সানজিদ আরা সরকার বিথী
ঢাবি প্রতিনিধি


দিনের পর দিন কঠোর পরিশ্রম করে স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী সুমাইয়া।

কে জানত এই পরীক্ষায় জীবনের শেষ পরীক্ষা হয়ে দাঁড়াবে! সুমাইয়ার স্বপ্ন এখন আর পাখা মেলে না।আকাশছোঁয়া স্বপ্ন ছিল সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে।

সে জীবনের সকল পরীক্ষায় প্রথম হয়েছে জীবন নামক পরীক্ষার কাছে সুমাইয়া পরাজিত।

সুমাইয়া সিজিপিএ ৪ এর মাঝে ৩.৪৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।তার লক্ষ্য ছিল সিজিপিএ ৩.৫০ এর বেশি পাবে।

মৃত্যুর পর মেয়ের ফলাফল পেয়ে  মা নুজহাতের অশ্রুসিক্ত নয়নে মেয়ের কত অপূূূূর্ণ স্বপ্নের নোঙর ভাসছে। কি বা করার আছে এক শোকে কাতর অসহায় মায়ের!

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডঃ শামসুল আলম জানিয়েছেন, সে খুব মেধাবী ছাত্রী ছিল। শিক্ষকরা তার মৃত্যু কিছুতেই মানতে পারছেনা। আমরা চাই সুমাইয়ার পরিবার যেন সুবিচার পায়।

প্রসঙ্গত, সোমবার সকালে সুমাইয়ার শ্বশুর জাকির হোসেন ফোন করে সুমাইয়ার মাকে জানান, তার মেয়ে অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুমাইয়ার মরদেহ দেখতে পান স্বজনরা। তখন হাসপাতালে শ্বশুরবাড়ির কেউ উপস্থিত ছিলেন না।

সোমবার রাতে স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি, ননদকে আসামি করে হত্যা মামলা করা হয়।

শ্বাশুড়ি,ননদকে পুলিশ গ্রেফতার করলেও বাকী আসামিরা পলাতক।পুলিশ সর্বাত্মক অভিজান চালাচ্ছে বলে জানিয়েছেন নাটোর জেলা পুলিশ।

Scroll to Top